Advertisement

মাদক সম্পৃক্ততাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবী

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭০৬।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরের কাইতলা ইউপি চেয়ারম্যান আসলাম মৃধার অপসারণের দাবীতে সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে মিলনায়তনে ওই ইউপির ওয়ার্ড সদস্যরা (মেম্বার) তার বিরুদ্ধে মাদকের সাথে সম্পৃক্ততাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তারা এই দাবী করেন। এছাড়াও তারা ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাও ঘোষনা করেন।

সংবাদ সম্মেলণে বিভিন্ন অভিযোগ এনে বক্তব্য রাখেন আব্দুল হাফেজ লিটন মেম্বার। এ সময় কাইতলা ইউপির ওয়ার্ড সদস্য মোঃ কাজল মিয়া, জাহাঙ্গীর আলম, লিটন মিয়া, খলিলুর রহমান, জহিরুল ইসলাম, আম্বিয়া খাতুন, মোছাম্মত দোলনা বেগমসহ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, মাদকাসক্ত চেয়ারম্যান আসলাম মৃধা নির্বাচিত হবার পর থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করছে না। মাদক কেনাবেচা, টিআর-কাবিখা খাতের অর্থ আত্মসাৎ এবং জন্মমৃত্যু সনদে অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ করেন তারা। এতে ইউপি কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বারকে জুতা পেটা করারও অভিযোগ করা হয়। এ সময় উপস্থিত ইউপির সদস্যরা ওই চেয়ারম্যানের অপসারণের দাবী জানান।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com