স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে পথশিশু ও অসহায় প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর ব্রাহ্মণবাড়িয়ার সভানেত্রী শাহানা আক্তার মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে পথশিশু ও অসহায় প্রতিবন্ধীদের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়।