Advertisement

রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫৯।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার।

ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এস এম শাহীন, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ কামরুল হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। একটি ছাত্রকে সুশৃঙ্খল ও সুনাগরিক করে গড়তে হলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাগুলো একটি নিয়মানুসারে হয়ে থাকে। এই নিয়মগুলো যদি তারা তাদের ব্যক্তি জীবনে ধরে রাখতে পারে তাহলে তারা অত্যন্ত ভালো মানুষ হবে।

প্রতিযোগিতায় চকলেট দৌড়, ব্যাঙ লাফ, ৫০ মিটার দৌড়, মুরগির লড়াইসহ মোট ৪৯টি ইভেন্টে ১২শ শিক্ষার্থী অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com