Advertisement

দেশের মানুষ নতুনভাবে রাজনীতিকে দেখতে চাইছে, বিশেষ দলের লেজুরবৃত্তির রাজনীতি দেখতে চায় না – রুমিন ফারহানা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫৯।

নিউজ ডেস্ক,

বিএনপির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। যদি কিংস পার্টি কেউ করতে চায়, তবে সেটি মানুষ গ্রহণ করবে কি করবে না আমি এই স্বাধীনতা তাদের হাতে ছেড়ে দিতে চাই। বাংলাদেশে কোন ধরনের রাজনীতি মানুষ দেখতে চায়, সেটা কিন্তু তরুণ প্রজন্মের দেয়াল লিখনের মাধ্যেমে তা ফুটে উঠেছে।

মানুষ এখন নতুন ভাবে রাজনীতিকে দেখতে চাইছে, নতুন ধারার রাজনীতি চাইছে। কোনো বিশেষ দলের লেজুরবৃত্তির রাজনীতি দেখতে চায় না। সরকারী ছত্র-ছায়ায় যদি কোনো রাজনীতি দল হয়, সেটি মানুষের কাছে কতোটুকু গ্রহণযোগ্য হবে সেটি মানুষ নির্ধারণ করবে।

তিনি মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com