নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার ৮শত পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা বেগম-(৩৯) ও আলাউদ্দিন-(২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে র্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত রোজিনা বেগম বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের কন্যা ও আলাউদ্দিন একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদেও ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার শিমরাইলকান্দি থেকে তাদেরকে গ্রেপ্তার করে। পওে তাদেরকে তল্লাশী করে ৫ হাজার ৮শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।