নিউজ ডেস্ক,
৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আঃ কাইয়ূম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন অতিথিবৃন্দ।