নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অটোরিকশা চালকরূপী ৩জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামালও উদ্বার করা হয়।
শুক্রবার বিকেলে উপজেলা সদরের উপজেলার নাথপাড়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোঃ সারু মিয়া-(২৫), মোঃ ফরহাদ-(২০) এবং মোঃ সবুজ মিয়া-(২০) নামে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেন।
ভুক্তভোগীর এজহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের মোঃ আমিন মিয়ার স্ত্রী মোছাঃ মাহমুদা বেগম তার মাদরাসা পড়–য়া ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় সরাইলের বিশ্বরোড মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক অটোরিকশা চালক সরাইল যাওয়ার কথা বলে মাহমুদাকে তার রিকসায় উঠায়। কিন্তু সরাইলের দিকে না গিয়ে অন্যদিকে ঘুরেফিরে প্রায় ২ ঘন্টা অতিবাহিত করে রাত সাড়ে ৯টার দিকে ওই চালক সরাইল-নাসিরনগর সড়কের পাশে মনোয়ারা হাসপাতালের পেছনে বড্ডাপাড়া এলাকায় একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যায়।
সেখানে গিয়ে ফোন করে আরো অজ্ঞাতনামা ৩ যুবককে জড়ো করে। তারা মাহমুদা বেগমকে ছোড়ার ভয়ভীতি দেখিয়ে ও মারধোর করে তার কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট, নগদ টাকাসহ প্রায় ৪৮ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। পরে মাহমুদাকে গরুর বাজার সংলগ্ন সড়কে এনে ছেড়ে দেয়। রাতেই মাহমুদা অজ্ঞাতনামা ছিনতাইকারী যুবকদের বয়স ১৮-৩০ বছরের মধ্যে উল্লেখ করে সরাইল থানায় একটি জিডি করেন।
ঘটনার প্রায় ৬০ ঘন্টার পর প্রযুক্তি ও বিভিন্ন কৌশল ব্যবহার করে পুলিশ শুক্রবার বিকেলে নাথপাড়া থেকে মোঃ সারু মিয়া প্রকাশ সারোয়ার, একই পাড়ার মোঃ ফরহাদ ও আরিফাইল গ্রামের মোঃ সবুজ প্রকাশ বাবু মিয়াকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামালও উদ্ধার করা হয়েছে। মাহমুদা বেগমের এজহারের ভিত্তিতে তাদের বিরূদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।