নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিরাপদ ফল চাষ বিষয়ে চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এনজিও সংস্থা আশা’র উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন আশার কেন্দ্রীয় উপ-পরিচালক (কৃষি) মোঃ খুরশীদ আলম। তিনি তার বক্তব্যে ফল চাষ বিষয়ে নানা দিক তুলে ধরেন। কিভাবে নিরাপদ ফল চাষ করা যায় সে বিষয়ে তিনি আলোকপাত করেন। পাশাপাশি ফল চাষে চাষীদেরকে উদ্বুদ্ধ করেন।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সুশান্ত সাহা, আশার আঞ্চলিক ব্যবস্থাপক জহুরুল আলম তালুকদার, সিনিয়র জেলা ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, আশার কৃষিবিষয়ক প্রশিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, টেকনিক্যাল অফিসার (কৃষি) মোঃ সোহাগ আলম কৃষকদেরকে প্রশিক্ষণ দেন।
আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম তার বক্তব্যে বলেন, আপনারা কি দেখেছেন লাউ মিষ্টি কুমড়ার গাছ সতেজ হয়, কিন্তু এসব গাছে ফল ধরে না। মূলত এসব গাছ স্ত্রী ও পুরুষ ফুল হয়। স্ত্রী ফুল না ধরলে ফল ধরবে না। এ অবস্থা থেকে উত্তরণে নীচের মরা পাতা ফেলতে হবে। উপরে উঠলে আবার গাছের মাথার অংশ ভেঙে দিতে হবে। তখন শাখা প্রশাখা হয়ে এটাতে স্ত্রী ফুল ধরলে ফল হবে। চাষীরাও তার কাছে লিচুসহ বিভিন্ন ফল চাষ বিষয়ে জানতে চান। প্রশিক্ষণে ৩০ জন চাষী অংশ নেন।