নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখলকে ঘিরে দুই চেয়ারম্যান সমর্থকদের মধ্য হাতাহাতির ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২১ মে) সকালে নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খোঁজ নিয়ে জানা যায়, সকালে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভূইয়ার সমর্থক মোগড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন তার কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রটি দখলের চেষ্টা চালায়। এ সময় প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলামের লোকজন বাঁধা দিলে দুই সমর্থকদে মাঝে হাতাহাতির ঘটনা ঘটে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি আনে। তবে ভোট গ্রহণে কোন ব্যাঘাত ঘটেনি।