Advertisement

মধ্যপাড়া শান্তিবাগ এলাকাবাসীর উদ্যোগে সাঁতার ও হাঁস খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮০।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার মধ্যপাড়া শান্তিবাগ এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী পোয়াপুকুরে সাঁতার ও হাঁস খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল নয়টায় মধ্যপাড়াস্ত্র পোয়পুকুর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷

প্রতিযোগিতায় মধ্যপাড়া এলাকায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন৷ দীর্ঘ কয়েক বছর মধ্যপাড়া এলাকায় কোন সাঁতার ও হাঁস খেলা প্রতিযোগিতা হয় না৷ তাই হঠাৎ এলাকাবাসীর এ উদ্যোগ যেন সবাইকে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরায় জীবিত করেছে৷ বেলা বাড়ার সাথে সাথে পোয়াপুকুর পাড়ে জড় হতে থাকে মানুষ৷ চেয়ার টেবিল বসিয়ে ছোট থেকে শুরু করে বয়স্ক মানুষ খেলাটি উপভোগ করেন৷

প্রথমে হয় সাঁতার প্রতিযোগিতা৷ সেখানে ১২ টি গ্রুপ করা হয়৷ প্রতি গ্রুপে ১০ জন করে প্রতিযোগি অংশগ্রহণ করেন৷ হাঁস খেলায় ৫ টি গ্রুপ করা হয়৷ প্রতি গ্রুপে ৬ জন করে দুই গ্রুপ মিলে পানিতে নেমে হাঁস ধরে৷ শেষে জনসাধারণের জন্য একটি হাঁস উন্মুক্ত করে দেয়া হয়৷

এসময় অতিথিরা বলেন, এ পোয়াপুকুর একসময় ময়লা আবর্জনা ফেলে নোংরা অবস্থায় ছিলো। কিন্তু এলাকাবাসী মিলে এ পোয়াপুকুড়টি আবার পরিষ্কার করে। সেজন্য আজ এখানে এত সুন্দর খেলার আয়োজন করা হয়েছে। এসময় তারা বলেন, প্রতিবছর যেন এ পুকুরে খেলার আয়োজন করা হয় সেজন্য এলাকাবাসীর প্রতি আহবান জানানো হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হয়৷ এবং লটারি কুপনের মাধ্যমে ২০ জন বিজয়ীদের বিভিন্ন ধরণের পুরষ্কার দেয়া হয়৷

পুরষ্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট সমাজ সেবক হাজী আবদুস সামাদ, তাজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আতিক, আওয়াল মিয়া, রফিক মিয়া, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহেদ, মোঃ শিশির প্রমুখ৷

এছাড়াও এলাকাবাসীর পক্ষ থেকে এ আয়োজনে ছিলেন মোঃ মিজান, বাবু, মনির মিয়া, সুমন, মামুন, খোকন, সোহেল, রজব, বিপ্লব, রকি সহ আরো অনেকে৷

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com