Advertisement

মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীদের মানববন্ধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫৫।

নিউজ ডেস্ক,

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে ব্রা‏হ্মণবাড়িয়া জেলার সকল নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ব্রা‏হ্মণবাড়িয়া প্রেসকাবের সামনে তারা মানববন্ধন করেন।

এসময় ডিজিএনএমসহ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারনের দাবি জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রা‏হ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার। আরও বক্তব্য রাখেন ব্রা‏হ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ‏সিনিয়র স্টাফ নার্স রোমা খাতুন ও শেফালী আক্তার।

বক্তারা বলেন, ডিজিএনএমের মহাপরিচালক মাকসুরা নূর আমাদের নার্সদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি যদি নার্সদের যোগ্যতা সম্পর্কে জানতেন তাহলে এ প্রশ্ন তুলতেন না এবং অধিদপ্তর থেকে পালাতেন না। আমরা তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। মহাপরিচালককে পদত্যাগসহ অধিদপ্তর থেকে অপসারণ করতে হবে।

তারা বলেন, আমরা এইচএসসি পাস করে ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে লাইসেন্স পরীক্ষা ও নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বিতীয় শ্রেণির মর্যাদার পেশা সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগদান করি। যোগ্যতা অনুযায়ী নার্সদের মূল্যায়ন করতে হবে।

এর আগে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রা‏হ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স, ব্রা‏হ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউট, ইউনাইটেড নার্সিং কলেজ, তিতাস নার্সিং কলেজে ও মডেল নার্সিং কলেজের শিক্ষার্থীরা ব্রা‏হ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে জড়ো হন। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ব্রা‏হ্মণবাড়িয়া প্রেসকাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com