Advertisement

বিজয়নগরে বিজিবির অভিযানে সোয়া দু’কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৭২।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সোয়া দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় উদ্ধার করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্ত ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (৯ আগস্ট) গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি।

গত বুধবার বিকেলে বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান এই ভারতীয় কাপড় উদ্ধার করে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট থেকে ঢাকাগামী বালু বোঝাই একটি ডাম্পার ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমান এই কাপড় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কাপড়ের মধ্যে রয়েছে বিভিন্ন সাইজের লেহেঙ্গা ৭৩১ পিস, শাড়ী ৩৭০ পিস, মখমলের থান কাপড় ২১১৪ মিটার এবং উন্নত মানের থ্রি-পিস ২৬৩ টি। এর আনুমানিক বাজার মূল্য দুই কোটি আটাশ লাখ নব্বই হাজার সাতশত টাকা। আটককৃত কাপড় বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে যা আখাউড়া কাস্টম অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com