নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়া জেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (০৩ জুলাই) দুপুরে জেলা শহরের কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাদেক মিয়া (২২)। সাদেকের বাড়ি হবিগঞ্জ জেলায়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সুব্রত বিশ্বাস জানান, বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করার সময় কলেজ গেইট এলাকায় সাদেক মিয়া ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন।
পরে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।