Advertisement

আখাউড়ায় ভোটের শেষ মুহূর্তে প্রকাশ্যে ব্যালটবক্স ছিনতাই, পুকুর থেকে উদ্ধার

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০৫।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের শেষ মুহূর্তে কেন্দ্রে ঢুকে ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১মে) বিকেলে আখাউড়া পৌরশহরের দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেন ভুঁইয়ার সমর্থকরা কেন্দ্রে প্রবেশ করে একটি ব্যালট বক্স ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করলে তারা ব্যালট বক্সটি পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে পালিয়ে যায় তারা। পরে পুলিশ ব্যালট বক্সটি পুকুর থেকে উদ্ধার করে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ফরহাদ শামীম। এ সময় বক্সটির ভেতরে থাকা ব্যালটগুলো অক্ষত অবস্থা দেখে প্রিজাইডিং কর্মকর্তা শাহ ইলিয়াস উদ্দিনকে সেগুলো তিনি গণনার জন্য নির্দেশ দেন।

এদিকে, ভোটগ্রহণ শেষে কসবা ও আখাউড়া উপজেলার ১২৯টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভোট গণনা।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com