নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে হেভিওয়েট দুই প্রার্থীকে হারিয়ে মোঃ বিল্লাল মিয়া (ঘোড়া প্রতিক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার (৯ মার্চ) বিকেলে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করে জেলা নির্বাচন অফিস। ফলাফল অনুযায়ী মোঃ বিল্লাল মিয়া (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৭৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক দুই বারের পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। তিনি পেয়েছেন ৪৯০ ভোট। এছাড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ শফিকুল আলম এমএসসি পেয়েছেন ১৩৩ ভোট।
বিজয়ী বিল্লাল মিয়া জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।
এর আগে সকাল ৯ টা থেকে ইভিএম পদ্ধতিতে জেলা ৯টি ভোটকেন্দ্রে ভোট শুরু হয়। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহন চলে দুপুর ২টা পর্যন্ত। এতে জেলার নয়টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ১০০টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৩৮৪ জন জনপ্রতিনিধি। এর মধ্যে ভোট দিয়েছেন ১৩৬৬ জন।