স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় “যোগ্য নেতৃত্ব উন্নত দেশ” শ্লোগানকে সামনে রেখে স্কাউটটিংয়ে নেতা তৈরি করার লক্ষ্যে উপজেলায় ২৩৪ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স গত বুধবার রাতে কসবা মহিলা কলেজে মহা তাঁবু জলসার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর হোসেন।
মোঃ সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকরী শিক্ষা অফিসার মোঃ আবদুল আলীম রানা, কসবা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা কমিশনার আয়েশা আক্তার, স্কাউট সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, স্কাউটার মোঃ ছফিউল্লাহ এএলটি। উপস্থিত ছিলেন কোর্স লিডার মোঃ জসিম উদ্দিন পাঠান, কোর্সের প্রশিক্ষক মোঃ অলিউল্লাহ সরকার অতুল এএলটি, উম্মে হানী, মোঃ আজিজুল হক, মোঃ মহসিন।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ওয়াহিদুজ্জামান ও মোঃ জামাল হোসেন আখন্দ। আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়।