কসবা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাগলা মহিষের আক্রমনে এক বৃদ্ধা নিহত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গুলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম সাফিয়া বেগম (৬৫)। সে ওই গ্রামের মুকতুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে ভারতের সীমানা অতিক্রমে একটি পাগলা মহিষ বাংলাদেশে প্রবেশ করে গৌরাঙ্গলা গ্রামে ঢুকে পড়ে। এ সময় মহিষটির আক্রমনে ৮ জন আহত হয়। গুরুতর আহত সাফিয়াকে কুমিল্লা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লোকমান হোসেন জানান, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।