Advertisement

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৫০ বছর পর নৌকার বিজয়

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৩৩।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী (নৌকা) অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

জেলা রিটার্নিং কর্মকর্তা থেকে পাওয়া ১৩২টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু পেয়েছেন ৬৬ হাজার ৩১৪ ভোট। তিনি ২৮ হাজার ৭৫৭ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ছিলেন স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি) ও সাবেক দুই বারের সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৫৫৭ ভোট। এছাড়াও অন্যান্য প্রতিদ্বন্ধি প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন ৩ হাজার ১৮৬ ভোট, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন ৫৬১ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির মোঃ রাজ্জাক হোসেন পেয়েছেন ৭৩৯ ভোট।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য এড. আব্দুস সাত্তার ভুইয়া মৃত্যুবরণ করায় উপ নির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com