Advertisement

সরাইল-আশুগঞ্জ উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১১৫।

নিউজ ডেস্ক

জাতীয় সংসদের ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনের উপ-নির্বাচনে পাঁচ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে রিটার্নিং অফিসার। শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

কেন্দ্রীয় স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ ডা. মো: শাহজাহান আলম সাজু পেয়েছেন দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো: আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী এড. জিয়াউল হক মৃধা পেয়েছেন কলার ছড়ি, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো: রাজ্জাক হোসেন পেয়েছেন আম ও জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল) পেয়েছেন গোলাপফুল প্রতীক ।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ ড.মো. শাহজাহান আলম সাজু জানান, দীর্ঘসময় পর এ আসনে আমি নৌকা প্রতীক পেয়েছি।আমার বিশ্বাস আগামী ০৫ নভেম্বর উপ-নির্বাচনে নৌকাকে এই আসনের মানুষ সর্বোচ্চ ভোটে বিজয় করবে। কেননা এ আসনে নৌকা না থাকায় আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। নৌকা পেয়ে আমাদের হাতে এখন সুযোগ এসেছে, এ সুযোগ জনগণ হাতছাড়া করবে না। এবং ১৯৭৫ সালের পর নৌকা প্রতীকে দলীয় প্রার্থী এ আসন থেকে বিজয়ী হয়নি। আমি আশা করি জনগণের ভালোবাসায় নৌকা প্রতীকে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে পারবো।

ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহগীর আলম জানান, প্রার্থীরা যেন আচরণবিধি মেনে চলেন। এবং আমরা সবার সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ০৫ নভেম্বর উপহার দিতে চাই।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ১১২ জন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com