Advertisement

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭ পাউন্ডের কেক কেটে উদযাপন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৬৭।

নিউজ ডেস্ক,

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে ৭৭ পাউন্ডের কেক কাটলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দির খাঁ সঙ্গীতাঙ্গণে এ কেক কাটা হয়। এ সময় বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এসময় মোকতাদির চৌধুরী এমপি বলেন, আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ থাকেন এবং দেশ ও জনগণের সেবা করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর বারী চৌধুরী মন্টু, জেলা জজ কোর্টের পিপি এড. মাহবুবুল আলম খোকনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। পরে অতিথিদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে ৭৭ পাউন্ডের কেক কাটেন মোকতাদির চৌধুরী।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com