Advertisement

আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১৯৬।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম তানভীর আহমেদ। শিশুটি নূরপুর গ্রামের জুয়েল মিয়ার ছেলে।

শিশুর বড় চাচা মোঃ দুলাল মিয়া বলেন, তানভীর দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল। খেলার ফাঁকে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। এরইমধ্যে ওই পুকুরের পানিতে ভাসতে দেখা যায় তানভীরকে। পুকুর থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আখাউড়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফুর রহমান বলেন, তানভীর আহমেদ হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়।

এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com