নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে সার্ভার জটিলতায় বন্ধ রয়েছে দুই দেশের যাত্রী পারাপার। বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকেই সার্ভারে সমস্যা করায় বন্ধ রয়েছে ইমিগ্রেশন এর কার্যক্রম।
এতে চরম দুর্ভোগে পড়েছেন দু’দেশের পারাপার করা যাত্রীরা। তবে দ্রুত সমস্যা সমাধানের কথা জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা।
এ বিষয়ে যাত্রীরা জানায়, আজ (বৃহস্পতিবার) সকাল থেকেই ইমিগ্রেশনের সার্ভারে সমস্যা হওয়া বন্ধ রয়েছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার। এতে তীব্র গরম অপর দিকে সার্ভারে সমস্যা করায় যাত্রীরা অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক যাত্রীর বিমান ও ট্রেনের টিকেট নিয়েও পড়েছেন বিড়ম্বনায়। এসময় দ্রুত সমস্যা সমাধানের দাবী জানান তারা।
ব্রাক্ষণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন কর্মকর্তা হাসান আহম্মেদ ভূইয়া জানান, এ সমস্যার দেখা দিয়েছে ঢাকা থেকে। পরর্বতী নির্দেশ না পাওয়া পর্যন্ত যাত্রীদের সাময়িক সমস্যা হবে।।