Advertisement

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৩৯০।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নবনির্মিত ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩জুন) দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (নবীনগর) মোঃ এবাদুল করিম বুলবুল।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহর সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. শাহ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র শিব সংকর দাস, উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, অ্যাডভোকেট সুজিত কুমার দেবসহ আরোও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যবান্ধব সরকার, এ সরকারের সময় স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। অনেক দেশ এখনো মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারেনি। বাংলাদেশের সরকার স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামীলীগের নেতৃবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com