১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক ও মানবিক সংগঠন “স্বপ্ন আকাশ ছোয়া” এর উদ্যোগে ২০৫ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার রাতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক স্বর্ণালী আক্তার এসব খাবার বিতরণ করেন।

এতে প্রধান অতিথি ছিলেন চিকিৎসক নেতা ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফাইজুর রহমান ফয়েজ। এসময় উপস্থিত ছিলেন প্রথম অলোর স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়, সময় টিভির চিত্র সাংবাদিক হৃদয় পাল, সামাজিক প্রতিষ্ঠান “বাতিঘর” এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রকৌশলী সাংবাদিক আজহার উদ্দিন, সদর মডেল থানার এ.এস.আই হারুনার রশীদ, হাসপাতালের ওয়ার্ড মাস্টার এনামুল হক, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ফাইজুর রহমান ফয়েজ বলেন, স্বপ্ন আকাশ ছোয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তিনি বলেন, ইতিমধ্যে অনেক সামাজিক সংগঠন রোগীদের সেবায় এগিয়ে এসেছে, ফলে রোগীরা উপকৃত হচ্ছেন।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com