৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

তান্ডব ঘটনায় হেফাজতের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬, ২৭, ২৮ মার্চ ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় হেফাজত মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

এ সময় তিনি জানান, হেফাজত নেতারা এখন মিথ্যার আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গত ৫ এপ্রিল হেফাজত নেতারা সংবাদ সম্মেলনে দাবী করেন ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় হেফাজতের কেউ জড়িত নন। তাদের এই ধরণের বক্তব্যকে নিছক মিথ্যাচার ও অপরাজনীতি বলেই ছাত্রলীগ মনে করেন। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসায় হামলা ও মানুষ হত্যার অভিযোগকে মিথ্যা ও তথ্য সন্ত্রাস বলে উল্লেখ করেন।

সে সাথে পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন এবং ভিডিও ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান। সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলসহ ছাত্রলীয়গের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com