১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

মাদকের টাকা না দেয়ায় মেয়ের হাতে মা খুন

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদকের টাকা না পেয়ে মেয়ের হাতে রহিমা বেগম (৫৫) নামে এক মা খুন হয়েছেন। রবিবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের দশানী গ্রামে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় ঘাতক মেয়ে পাপিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, পাপিয়া দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে আসছে। সে বিভিন্ন সময় টাকার জন্য পরিবারের সকলকে বিভিন্নভাবে জ্বালাতন করতো।

রবিবার রহিমা বেগম বাড়িতে কাপড় সেলাই করার সময় মেয়ে পাপিয়া এসে মাদকের জন্য টাকা চায়। এসময় তিনি টাকা না দেয়ায় পাপিয়া কাপড় কাটার কেঁচি তার মায়ের পেটে ঢুকিয়ে দেয়। এর আগেও একবার পাপিয়া তার মাকে খুন করার চেষ্টা করেছিল।

এ ব্যাপারে বাঞ্ছারাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, ঘাতক মেয়ে পাপিয়াকে আটক করা হয়েছে। নিহত রহিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com