৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মানবন্ধন

স্টাফ রিপোর্টার:

গত ১৭ ফেব্রুয়ারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর রূপাতলি বাসষ্ট্যান্ড এ পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় মানববন্ধন করেছে জেলা ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া শাখা।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা যুব মৈত্রীর আহবায়ক এডভোকেট মোহাম্মদ নাসির, কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর সাবেক সহ-সভাপতি ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পরিবহন শ্রমিক নামধারী সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের এমন নগ্ন হামলার ঘটনা আমরা পূর্বেও লক্ষ্য করেছি। কিন্তু সেই সকল ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার না করার কারনে এ সকল হামলার পুনরাবৃত্তি ঘটেছে। তাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com