১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৩ ইং

ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশাার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত (৪০) এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার দুুপরে কুমিল্লা-সিলেট মহাসড়কে শহরতলীর ঘাটুরায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, কুমিল্লা থেকে সিলেটগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোযাত্রী অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়। এছাড়া আটোতে থাকা আরো ২ যাত্রী আহত হয়েছে।

তাদের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com