১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৩ ইং

কাজীপাড়ার বিভিন্ন পূজামন্ড পরিদর্শন করেছেন সমাজসেবক মীর মোঃ শাহীন

স্টাফ রিপোর্টার:

বিজয়া দশমীর রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌসভার ৮ নং ওয়ার্ড কাজীপাড়ার বিভিন্ন পূজামন্ড পরিদর্শন করেছেন সমাজসেবক ও সাংবাদিক মীর মোঃ শাহীন। সোমবার রাতে তিনি প্রতিটি পূজামন্ডপে যান এবং উৎসব আনন্দকে ভাগ করে নেন।

এ সময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা কাজীপাড়া এলাকায় সব সময়ই আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে। এবারও চলমান করোনা পরিস্থিতিতে এলাকায় সরকারি নির্দেশনা অনুয়ায়ী দূর্গপূজা অনুষ্ঠিত হয়েছে।

তিনি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করায় পূজা আয়োজকদের ধন্যবাদ জানান। পরে তিনি সামনের দিনগুলোতেও যেকোন ধরণের সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনকালে স্থানীয় মুরুব্বি, যুবকবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা সাথে ছিলেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com