Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৮৬৬।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের উদ্যোগে ৬শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রায় সাড়ে ১৭ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নোয়াব আসলাম হাবিবের সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ, জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী, সৈয়দা নাখলু আক্তার প্রমূখ।

পরে অতিথিগন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এস.এস.সি ও এইচ.এস.সি’র ৬৬৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৭ লাখ ৪৪ হাজার টাকা বিতরণ করেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com