৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

ধর্ষণ মহামারী রূপ ধারণ করেছে, রাশেদ খান মেনন

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এম.পি বলেছেন, দেশে ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। তবে ছাত্ররাই এগিয়ে এসে লড়াই শুরু করেছে। আমাদের সময়ের চেয়ে তারা অনেক বেশি সাহসি লড়াই করছে।

তিনি বলেন, আজকে ছাত্র আন্দোলনের অনেক অবক্ষয় হয়েছে। ছাত্র আন্দোলনের মধ্যে ক্ষমতার লোভ ঢুকেছে, ভোগবাদিতা ঢুকেছে। এটা তাদের দোষ নয়। এটা রাজনৈতির দোষ।

তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন মিলনায়তনে বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ১৫তম কাউন্সিলে ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা ছাত্র মৈত্রীর আহবায়ক মুহয়ী শারদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এমপি আরো বলেন, রাজনীতির মধ্যে যখন দুর্বৃত্তায়ন ঢুকে, সাম্প্রদায়িকতা ঘটে তখন তরুণ সমাজের মধ্যে এমন ঘটনা ঘটা খুবই স্বাভাবিক।

সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, সাধারন সম্পাদক কমরেড আবু সাঈদ খান, জেলা শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক কমরেড নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় নেতা তারিকুল ইসলাম, ইয়াতুননেছা রুমা ও জেলা ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ফরহাদুল ইসলাম পারভেজ।

সম্মেলনে ফাহিম মুনতাসিরকে সভাপতি, সানিউর রহমানকে সাধারন সম্পাদক ও জুবায়ের আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com