৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

‘মাদক মুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 

মো.রাসেল আহমেদ,এনবি ডেস্ক:

এসো সবাই মিলে শপথ করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ায় এ্যালাভেন ভয়েজ ক্লাবের উদ্যোগে যুব সমাজকে উদ্ভোত্ত করতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছ ।

রোববার বিকালে জেলা ঈদগাহ মাঠে খেলায় অংশগ্রহন করেন আখাউড়া উপজেলা দূর্জয় নগর স্পোর্টিং ক্লাব ও ব্রাহ্মণবাড়িয়া কাজী মাহমুদ শাহ স্পোর্টিং ক্লাব।

এসময় ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিজম এসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একুশে টেলিভিশন ও দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি মীর মোঃ শাহীন বলেন, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে প্রত্যকটি পাড়া মহল্লায় খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলা যেসব যুবক করে তারা মাদক থেকে দূরে থাকে।

খেলায় শপথ বাক্য পাঠ করান ব্রাহ্মণবাড়িয়ার এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোটার হাবিবুর রহমান পারভেজ।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com