৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

আইসোলেশনে থাকা রোগীদের জন্য খাবার পাঠালেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত ৬ জন ভারতীয় রোগী ও দায়িত্বরত চিকিৎকদের জন্য খাবার পাঠিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের দেয়া শুভেচ্ছা বার্তা ও খাদ্য সামগ্রী আইসোলেশনের দায়িত্বে থাকা চিকিৎসকদের হাতে তুলে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে লাড্ডু, তিন ধরনের মিষ্টি, নয় ধরনের ফলমূল। ।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত বৈদ্য বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা আইসোলেশনে থাকা রোগীদের জন্য খাদ্য সামগ্রী নিয়ে এসেছি।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ৬ জন ভারতীয় রোগী রয়েছেন। তারা যেন নিজেদেরকে একা না ভাবেন, সেজন্যই জেলা প্রশাসক স্যারের এই প্রয়াস। তিনি বলেন, জেলা প্রশাসন করোনা আক্রান্তদের পাশে ছিল, আছে এবং থাকবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com