১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

নবীনগরে অগ্নিকান্ডে হার্ডওয়ারের দোকান পুড়ে চাই, কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর এলাকার বড় বাজারে অগ্নিকান্ডের হার্ডওয়ারের একটি দোকান পুড়ে গেছে।নবীনগরে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন টি এখনো চালু না হওয়ার কুমিল্লার মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

জানা যায়,রোববার রাতে নবীনগর বাজার কমিটির সভাপতি মনির হোসেন এর মার্কেটের  মোহন হার্ডওয়ারের দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়দের সহযোগিতায়  দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দেই।  এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান,রোববার রাতে  নবীনগর বড় বাজারের একটি দোকানের প্রথম আগুন দেখতে পায় তারা, তাৎক্ষণিক আগুন ভয়াবহ আকার ধারণ করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে  আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান ফায়ার সার্ভিস।

নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস জানান,দুই ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে তিনি আরো জানান, পুড়ে যাওয়া দোকানের ক্ষয়ক্ষতি লক্ষাধিক হবে। তবে ব্যবসায়ীরা সুনির্দিষ্টভাবে বলতে পারবে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com