১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

সরাইলে পূর্ব বিরোধের জের ধরে সংর্ঘষ, আহত ৩০

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংর্ঘষে নারী পুরুষসহ ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। বুধবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাঠানিশার উত্তর পাড়া এলাকায় মসজিদে যাওয়া নিয়ে মিজান মেম্বার ও ইয়াছিন মুন্সির মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে মিজান মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইয়াছিন মুন্সির বাড়ির লোকজনের উপর হামলা করে। এতে বাড়ি ঘর, দোকানপাট, ভাংচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারী পুরুষ আহত হয় ৩০জন।

আহতরা হল শিরিনা আক্তার (৩০), সাকিলা (১৬), আরিজ মিয়া (২৪), মো. নাজির মিয়া (২৭), মো. মনির খা (৩০)। আহতদের সরাইল ও ব্রাক্ষনবাড়িয়া সদর হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,এম নাজমুল আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com