১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে একটি র‌্যালি বের হয়ে র‌্যালিটি স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংঙ্গীতাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

“অহিংসায় বুনি সম্প্রীতির দেশ” প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক, জেলা জাতীয় পার্টির সদস্য আবু কাউছার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল-মামুন সরকার বলেন, দেশে বিভিন্ন কারণে ও প্রেক্ষাপটে রাজনৈতিক দ্বিধা-দ্ব›দ্ধ ও হিংসা বিদ্বেষ আছে। আমরা এর থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি। আমরা হিংসা-বিদ্বেষ মুক্ত দেশ গড়তে চাই।

অনুষ্ঠান পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রোগ্রামের সমন্বয়ক প্রভাষক মনির হোসেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com