১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

সাংবাদিক পরশের রোগমুক্তি চেয়ে দোয়া কামনা

মোঃ রাসেল আহাম্মেদ,এনবি ডেস্ক:

বাংলা নিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি তরুণ সাংবাদিক মেহেদী নূর পরশ ফুসফুসে সংক্রমন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

বর্তমানে সে কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রয়েছে। পরশ শহরের পীরবাড়ি এলাকার ব্যবসায়ী নূর মিয়ার ছেলে।

তাঁর দ্রুত সুস্থতা কমানায় সকলের কাছে দোয়া কামনা করেছে তার পরিবার ও স্বজনরা। এদিকে তার আরোগ্য কামনা করে আজ শুক্রবার বাদ জুম্মা জেলা জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এতে তার সকল শুভাকাঙ্খীকে উপস্থিত থেকে তার রোগমুক্তি কামনা করে দোয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও পরশের রোগমুক্তি চেয়ে শহরের বেশ কয়েকটি মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com