১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ আনিসুর রহমানের যোগদান

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আনিসুর রহমান। শনিবার বিকেলে তিনি পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলার ৯টি থানার অফিসার ইনচার্জগনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে মোহাম্মদ আনিসুর রহমান ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ আনিসুর রহমান ১৯৭৫ সালের ১ অক্টোবর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি (অনার্স) এবং এল.এল.এম ডিগ্রী অর্জন করেন। ২০০৫ সালে ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারে মনোনীত হয়ে ২০০৫ সালের ২ জুলাই তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পারিবারিক জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

মোহাম্মদ আনিসুর রহমান ২০১০ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এবং ২০১৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা সুদান দারফুর মিশনে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com