১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

দুদকের উদ্যোগে বাঞ্ছারামপুরে গনশুনানী অনুষ্ঠিত

এনবি প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গনশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার, মোঃ আব্দুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলার ১২ টি বিভাগের ভুক্তভোগীরা তাদের বিভিন্ন সমস্যা ও বিভিন্ন বিভাগের দুর্নীতি তুলে ধরেন। গনশুনানীতে এ সমস্ত অভিযোগের তাৎক্ষনিক সমাধান প্রদান করা হয় এবং এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com