৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

কসবায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

এনবি প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাস চাপায় শরীফ মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে কুমিল্লা- সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ উপজেলার বাদৈর ইউনিয়নের বাদৈর গ্রামের আওলাদ মিয়ার ছেলে।

এ সময় তার সঙ্গে থাকা অপর আরোহী রিফাত মিয়া (১৬) নামে একজন আহত হয়। রিফাত একই এলাকার কামাল মিয়ার ছেলে। আহত রিফাত মিয়া জানান, দুপুরে মোটরসাইকেল যোগে কসবার মনকসাই এলাকা থেকে তিনলাখপীর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস আমাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে শরীফ নিহত হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসেন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com