৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

বিজয়নগরে গাঁজা ও ফেনডিলসহ মাদক বিক্রেতা আটক

এনবি প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজা ও ফেনসিডিলসহ বকুল মিয়া-(২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার ভোররাতে উপজেলার পাঁচগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক বকুল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গন্ধবপুর গ্রামের মোহন মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে গন মাধ্যম কর্মীদের কাছে পাঠানো র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোররাতে মাদক ব্যবসায়ী বকুল মিয়াকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি বস্তা ও ব্যাগে তল্লাশি করে ২৬ কেজি গাঁজা এবং ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি বলেন, এ ঘটনায় বিজয়নগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com