১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিতা-পুত্র আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গত বুধবার সকালে উপজেলার ছলিমগঞ্জ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন বাঞ্চারামপুর উপজেলার পাহাড়িকাকান্দি গ্রামের মরহুম ফজলু মিয়ার ছেলে মোঃ শুক্কুর মিয়া-(৪৪) এবং তার ছেলে মোঃ সজিব মিয়া-(১৮)।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে নবীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব জানায় উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৭৬ হাজার।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com