১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

মেড্ডায় ট্যাঙ্ক লরীর ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

এনবি সংবাদ :
মঙ্গলবার সকালে ব্রাহ্মনবাড়িয়া শহরের মেড্ডা বাস স্ট্যান্ড এলাকার এস রহমান ফিলিংষ্টেশনের ট্যাঙ্ক লরীর ভেতর থেকে সুহেল মিয়া (১৭) নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সুহেল মিয়া ১৭ ঘাটুরা খন্দকার বাড়ির এলাহি মিয়ার পুত্র। স্থানীয়রা জানায়, সুহেল এ লরীতে কাজ করত। রাতে লরী থেকে তেল ও নামানো হয়। সকালে লরীর ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, কিভাবে সুহেল মারা গেল তা তদন্তেরপর জানা যাবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com