১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

সংসদ সদস্য শিউলী আজাদকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্যপদ প্রদান

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজদকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার দুপুরে শহরের মসজিদ রোডস্থ একটি কনভেনশন হলে এক প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট নারী নেতৃ এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।

অনুষ্ঠানে সদস্যপদ গ্রহণ শেষে সংসদ সদস্য শিউলী আজাদ বলেন, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্যপদ প্রাপ্তী আমার জন্য অত্যন্ত গৌরবের। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব দেশের অন্যতম প্রেসক্লাব যেখানে সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে নিজেদের ক্ষুরধার লিখনের মাধ্যমে দেশ ও সামজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি এসময় সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানান।

পরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ সংরক্ষিত সাংসদ শিউলী আজাদকে আজীবন সদস্যপদ প্রদান করেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com