১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

৩ দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমীর উদ্যোগে ৩ দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ ২৩ বৈশাখ শনিবার সন্ধ্যায় স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে প্রদীপ প্রজ্জ্বলণ, নৃত্য ও আবৃত্তি পরিবেশন ও সঙ্গীত সন্ধ্যার মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজতি অনুষ্ঠানে সাহিত্য একাডেমীর উপদেষ্টা মারুফুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন, সাহিত্য একাডেমীর উপদেষ্টা এডঃ আবু তাহের, উৎসব উদযাপন কমিটির আহŸায়ক কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ।

অনুষ্ঠান উপভোগ করতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সূধীজনের সমাগম ঘটে। তিন দিনব্যাপী উৎসবে গ্রামীন ও লোকজ সংস্কৃতি বিষয়ক প্রচার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাঙ্গালি সংস্কৃতির নানা আয়োজন থাকবে। আগামী ২৮শে বৈশাখ বিশ^কবি রবীন্দ্র নাথ ঠাকুরের জান্মবার্ষিকী পালনের মধ্যদিয়ে এই উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com