১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৩ ইং

তিতাস নদী দখল ও দূষণের প্রতিবাদে নোঙরের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদী দখল ও দূষনের প্রতিবাদে নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন “নোঙর” এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নবীনগর লঞ্চ টার্মিনালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে নোঙর নবীনগর উপজেলা আহবায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নোঙরের সভাপতি মোঃ শামীম আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালেদা মুন্নি, নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাব, নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ ইসাক, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল আল রোমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা নোঙরের সদস্য সচিব আব্দুল বাতেন সুমন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা তিতাস নদী দখল ও দূষণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন নদী খননের নামে তামাশা করা চলবেনা। বক্তারা নদীর সীমানা নির্ধারণ করে নদী খনন করা সহ পৌর এলাকার ময়লা-আবর্জনা নদীতে না ফেলার দাবি জানান।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com