১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

ব্রাহ্মনবাড়িয়ায় ফ্রি হার্ট ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় “ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন”র আয়োজনে ফ্রি হার্ট ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইঞ্জিনিয়ার রিফাত আন নাবিল মোল্লার সহযোগিতায় শহরের ভাদুঘর দারুল সুন্নাহ কামিল মাদ্রাসায় এই ফ্রি ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, পৌরসভার ১১নং ওয়ার্ড কাউন্সিলর সাকিল প্রমূখ বক্তব্য রাখেন। এসময় ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট (কার্ডিওলজী) ডাঃ মুহাম্মদ আব্দুল মতিন সেলিম ও মেডিকেল অফিসার ডাঃ সালমান মাহমুদ।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com