১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্য আটক, ১১ মোটরসাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে চুরি হওয়া ১১ টি মোটরসাইকেল সহ চোর চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেলসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো মোটর সাইকেল চোরের মূল হোতা মোঃ নাছির (২৩), সুমন মিয়া (২৭), ওমর সানি ওরফে শিমুল (২৫), নাঈম (২০), আলমগীর চৌধুরী (৩০), মিজান মিয়া (২৮), মোঃ কাউছার মিয়া (৫০), হুসেন মিয়া (৪০), রুহুল আমিন চৌধুরী (২৯)। তাদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়। এসময় তাদের কাছ থেকে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা এবং ৪ টি ওয়াটার পাম্পও জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারকালে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সদর উপজেলার সুলতানপুর ও মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতাসহ ৯ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা বলেন, উদ্ধারকৃত মোটর সাইকেল গুলোরমধ্যে তিনটির প্রকৃত মালিককে পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com