Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মুক্ত ও বিভিন্ন অপরাধ দমনে সিসি ক্যামেরার আওতায় আনা হবে

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫২৩।

নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরে সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন ও যৌতুক বিরোধী বিট পুলিশিং এবং সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌর এলাকার ৮নং ওয়ার্ডরে কাজীপাড়া দরগা মহল্লা কাজী মাহমুদশাহ মাজার প্রাঙ্গণে বর্তমান কাউন্সলির প্যানেল মেয়য়-৩ মীর মোঃ শাহীনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম। কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ মীর মোঃ শাহীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে বক্ত্যব রাখেন, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা সৈয়দ মোঃ আকরাম হোসেন।

বিট পুলিশিং সভায় সকলে একমত হয়ে একাত্মতা প্রকাশ করেন মাদক, ছিনতাই, চুরি, দরগাহ মহল্লায় আর হতে দেয়া হবে না। অপরাধ দমনে সমগ্র কাজীপাড়ায় সিসি ক্যামেরার আওতায় আনার অংশ হিসেবে একসপ্তার মধ্যে সকল মহল্লায় সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হবে। প্রধান অতিথি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, অপরাধ ও মাদক মুক্ত কাজীপাড়া গড়তে পুলিশ প্রশাসন আপনাদের সার্বিক সহযোগিতা করে যাবে।

এছাড়া মীর মোঃ শাহীন বলেন, আমি একটি লিষ্ট করেছি, কারা মাদক ব্যবসা পরিচালনা করে। সে যত বড় ব্যক্তিই হউক না কেনো ছাড় দেয়া হবে না। আমি ৮নং ওয়ার্ডকে সিসি টিভির আওতার আনার চেষ্টা করছি এর মধ্যে কিছু লোক বাঁধা দেওয়ার চেষ্টাও করছে। আমার সাথে আমার এলাকাবাসী আছে আমি এই ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন মহল্লা হিসাবে গড়ে তুলবো।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কাজীপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ কিতাব আলী সরদার, ইউসুফ আলী, খাদমে শিরু শাহ, হারেজ মিয়া, মোঃ মুসা মিয়া, খাদমে আফরোজ শাহ, কদর আলী, খাদেম হাফিজ মিয়া, কোমর উদ্দিন, সাংবাদকি আরফিুর রহমান, ইকবাল মিয়া, সাচ্চু মিয়া, ২নং ফাঁড়ির অফিসার ইনর্চাজ মোঃ শহিদ, এস আই মোতালবে প্রমুখ। এসময় দরগাহ মহল্লার সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন।

 

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com