১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামে›ন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বালক ও বালিকা (অনুর্ধ্ব ১৭) পর্যায়ে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।

উদ্বোধনী দিনে বালক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া সদর বনাম নবীনগর এবং বালিকা পর্যায়ে আশুগঞ্জ বনাম নাসিরনগরের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। জেলার মোট ৯ টি উপজেলা এবং ১টি পৌরসভা মিলিয়ে মোট ২০টি দল টুর্নামেন্টে অংশগ্রহন করছে। আগামী ১২ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com